Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিজিডি

ভিজিডি কর্মসূচি: 

সুবিধাভোগী এলাকা   শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন 
ইউনিয়নওয়ারী সুবিধাভোগীর সংখ্যা  ভুরুলিয়া- ২৩৯ জন, কাশিমাড়ী- ৩১৮ জন, শ্যামনগর- ৩১৩ জন, নূরনগর- ২২৪ জন, কৈখালী- ৩৩০ জন, রমজাননগর- ২৮৫ জন, মুন্সীগঞ্জ- ৪১৭ জন, ঈশ্বরীপুর- ৪১৭ জন, বুড়িগোয়ালিনী- ৩৪৫ জন, আটুলিয়া- ৩৭১ জন, পদ্মপুকুর- ২৮৫ জন, গাবুরা- ৩৮৬ জন। 
সর্বমোট সুবিধাভোগীর সংখ্যা  ৩৯৩০ জন 

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

  • পরিপত্র অনুযায়ী উপজেলায় ভিজিডি উপকারভোগীর সংখ্যাপ্রাপ্তির পর উপজেলা কমিটি অবহিতকরণ সভা করেন এবং দারিদ্র্য চিহ্নিতকরণ ম্যাপ অনুযায়ী ইউনিয়নে সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করেন।
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে ভিজিডি মহিলা বাছাই কমিটির সাথে অবহিতকরণ সভায় উপকারভোগী বাছাই সম্পর্কে ধারণা দেন।
  • ইউনিয়ন ভিজিডি সুবিধাভোগী বাছাই কমিটি প্রতিটি ওয়ার্ডের জন্য চার সদস্যবিশিষ্ট পৃথক পৃথক ওয়ার্ড কমিটি গঠন করেন।
  • ওয়ার্ড ভিজিডি কমিটি সুবিধাভোগী বাছাই করার জন্য কবে, কোথায় জনসভা করা হবে তা প্রচার করেন।
  • ওয়ার্ড কমিটি এলাকাভিত্তিক নির্ধারিত তারিখের জনসভায় গ্রামবাসীর উপস্থিতিতে সুবিধাভোগী নির্বাচিত হবার শর্তাবলি ব্যাখ্যা করেন এবং শর্তানুযায়ী সম্ভাব্য যোগ্য মহিলাদেরকে www.dwavgd.gov.bd এই ওয়েবসাইটে প্রাথমিক আবেদন ফরম-১ পূরণ করতে বলেন।
  • ওয়ার্ড সদস্যগণ প্রাথমিক আবেদন ফরম অনুযায়ী সম্ভাব্য মহিলাদের বাড়ি পরিদর্শন করে সংযুক্ত ছক-২ পূরণ করে যোগ্য মহিলাদের প্রাথমিক তালিকা প্রস্তুত করেন। তালিকাটি যৌথভাবে ক্ষুদ্রদলের সদস্যরা স্বাক্ষর করে প্রাথমিক আবেদন ফরম-১ সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে উপজেলা ভিজিডি কমিটিতে প্রেরণ করেন।
  • উপজেলা ভিজিডি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ তালিকা অনুমোদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফরম -৩ অনুযায়ী প্রস্তুতকৃত পূর্ণাঙ্গ তালিকার প্রতিটি পাতায় স্বাক্ষর করেন। চূড়ান্ত স্বাক্ষরিত তালিকা ইউনিয়নে প্রেরণ করা হয়। ইউনিয়ন পরিষদ নোটিশবোর্ডে চূড়ান্ত তালিকা প্রদর্শন করা হয়।
  • তালিকায় কোনো অনিয়ম/আপত্তি/অভিযোগ পরিলক্ষিত হলে উপজেলা ভিজিডি কমিটি (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক দুই/তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি) সরজমিন তদন্ত করা হয়।
  • চূড়ান্ত তালিকা অনুমোদনের ৭ দিনের মধ্যে উপজেলা পরিষদ কর্তৃক পূর্বনির্ধারিত তারিখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপস্থিত থেকে অনুমোদিত তালিকা অনুযায়ী নির্বাচিত ভিজিডি সুবিধাভোগী মহিলার সাক্ষাৎকার গ্রহণ করে ভিজিডি কার্ড বিতরণ করেন।
  • উপজেলা ভিজিডি কমিটি প্রতিটি ইউনিয়নের খাদ্যশস্য বিতরণের পৃথক তারিখ নির্ধারণ করেন। অনুমোদিত তালিকা ও বিতরণকৃত কার্ড অনুযায়ী ২৪ মাসব্যাপী প্রতি মাসে ৩০ কেজি চাল ও প্রতি বস্তায় অতিরিক্ত ৩০০ গ্রাম করে পুষ্টি চাল (প্রিমিক্স কার্নেল) মিক্স করে প্রদান করা হয়।
  • পরবর্তীতে সুবিধাভোগীদের নিয়ে নির্বাচিত এনজিও কর্তৃক আয়বর্ধক কর্মকাণ্ডের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

সুবিধা ভোগের সময়কাল

২ বছর

প্রয়োজনীয় অর্থ

বিনামূল্যে

ভিজিডি সেবা প্রাপ্তির স্থান

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

সেবা প্রাপ্তির শর্তাবলী

ভিজিডি পরিপত্র অনুযায়ী

ভিজিডি সেবা সুবিধা নিয়ে অভিযোগ থাকলে আপিল করা যাবে

উপজেলা নির্বাহী অফিসার/ উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 

https://cutt.ly/SWzpD4H