Title
UWAO visited the activity of GCA projects
Details
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর যৌথ অর্থায়নে, এবং ইউএনডিপি এর তত্ত্বাবধানে পরিচালিত 'জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (GCA)' প্রকল্পের কার্যক্রম এর অংশ হিসেবে, আটুলিয়া ইউনিয়নের সুবিধাভোগী নারীদের বাড়ি পরিদর্শন করে তাদের আর্থ-সামাজিক অবস্থা এবং সুপেয় পানির প্রাপ্তি সংক্রান্ত সমস্যার কথা শোনেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব শারিদ বিন শফিক।
এর পাশাপাশি, তিনি প্রকল্প হতে প্রাপ্ত পানির ট্যাংকগুলো রাখার জন্য, নির্মাণাধীন ট্যাংক বেজ স্থাপনের নির্মাণ কাজের অবস্থা এবং গুণাগত মানও পর্যবেক্ষণ করেন।