শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা নারী ও শিশু উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অদ্য ২২/০৮/২০২১ ইং তারিখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস খালেদা আইয়ুব ডলি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুদুল আলম, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, পদ্মপুকুর ইউন্যন পরিষদের প্রতিনিধি, এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি মিস প্রনতি ভেরোনিকা কস্তা। সদস্য সচিব হিসেবে সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শারিদ বিন শফিক।
সভায়, শ্যামনগর, উপজেলার বিভিন্ন পর্যায়ের বাল্যবিবাহ নিরোধ কমিটি গঠনের প্রয়োজনীয়তা ও বিদ্যমান কমিটিগুলোর নবায়ন ও কার্যক্রম বৃদ্ধি করার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া অত্র উপজেলার মানব পাচার প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি অত্র উপজেলার নারীদের কিভাবে দক্ষতা উন্নয়ন এর প্রশিক্ষণ প্রদান এর মাধ্যমে আত্ননির্ভরশীল করে গড়ে তোলা যায় সে সম্পর্কেও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে প্রাপ্ত সিদ্ধান্তসমূহ পরবর্তীতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS