মা ও শিশু সহায়তা কর্মসূচির তথ্যঃ
সুবিধাভোগী এলাকা |
শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন |
২০২৩-২০২৪ অর্থবছরে নিবন্ধিত সর্বমোট সক্রিয় ভাতাভোগীর সংখ্যা
|
১৫৪৫
|
ইউনিয়ন অনুযায়ী ভাতাভোগীর সংখ্যা
|
ভুরুলিয়া- ১০৮ জন, কাশিমাড়ী- ১৪০ জন, শ্যামনগর- ১৫৩ জন, নূরনগর- ১২৩ জন, কৈখালী- ১১৩ জন, রমজাননগর- ১৩২ জন, মুন্সীগঞ্জ- ১৬৫ জন, ঈশ্বরীপুর- ১১৫ জন, বুড়িগোয়ালিনী- ১৪৬ জন, আটুলিয়া- ১৩৬ জন, পদ্মপুকুর- ১৩০ জন, গাবুরা- ৮৪ জন।
|
২০২২-২০২৩ অর্থবছরে নিবন্ধিত সর্বমোট সক্রিয় ভাতাভোগীর সংখ্যা
|
২২১৭ |
ইউনিয়ন অনুযায়ী ভাতাভোগীর সংখ্যা
|
ভুরুলিয়া- ১৪৯ জন, কাশিমাড়ী- ২১৬ জন, শ্যামনগর- ২২৮ জন, নূরনগর- ১৬৫ জন, কৈখালী- ১৭৭ জন, রমজাননগর- ১৮৯ জন, মুন্সীগঞ্জ- ১৭১ জন, ঈশ্বরীপুর- ২১৯ জন, বুড়িগোয়ালিনী- ১১৯ জন, আটুলিয়া- ২১৪ জন, পদ্মপুকুর- ২০৭ জন, গাবুরা- ১৬৩ জন।
|
২০২০-২০২১ অর্থবছরে নিবন্ধিত সর্বমোট সক্রিয় ভাতাভোগীর সংখ্যা |
১৭১৭ জন। |
ইউনিয়নওয়ারী ভাতাভোগীর সংখ্যা |
ভুরুলিয়া- ১৪৭ জন, কাশিমাড়ী- ১৩৭ জন, শ্যামনগর- ১৪৯ জন, নূরনগর- ১৪৪ জন, কৈখালী- ১৫৭ জন, রমজাননগর- ১৫৫ জন, মুন্সীগঞ্জ- ১৩৪ জন, ঈশ্বরীপুর- ১৪৪ জন, বুড়িগোয়ালিনী- ১৩৮ জন, আটুলিয়া- ১৩৪ জন, পদ্মপুকুর- ১৫০ জন, গাবুরা- ১২৮ জন। |
২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরে ভাতাভোগী বৃদ্ধির পরিমাণ |
১৭৯% |
কর্মসূচিটির সংক্ষিপ্ত বিবরণ |
মা ও শিশু সহায়তা কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় (দুইটি) সন্তানের জন্য ভাতা পেয়ে থাকেন। এই কর্মসূচিতে গর্ভবতী মা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও তথ্য আপার মাধ্যমে ইউনিয়নে পরিষদে যেয়ে অথবা বাড়িতে বসে সেলফ এনরোলমেন্ট করতে পারেন। কর্মসূচিটিতে প্রতি মাসে নতুন ভাতাভোগী এনরোলমেন্ট করা হয় এবং তার পরবর্তী মাস থেকে ভাতা সুবিধা প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে আবেদনকারীর গর্ভাবস্থার তথ্য যাচাই করা হয়। এই ভাতা প্রদান কর্মসূচিতে বর্তমানে ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পাচ্ছেন। ভাতা প্রদানের পাশাপাশি মা ও শিশুর পুষ্টি, শিশুর মনো-সামাজিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ে নিয়মিত উঠান বৈঠক আয়োজন করা হয়। সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী ২০২৬ সালের মধ্যে ০ থেকে ৪ বছরের মোট শিশুর অর্ধেক অর্থাৎ ৫০% কে এই কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে যার সম্ভাব্য সংখ্যা ৬৫ লক্ষ শিশু। |
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
|
সুবিধা ভোগের সময়কাল |
৩ বছর |
প্রয়োজনীয় অর্থ |
বিনামূল্যে |
ভাতার জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থান |
ইউনিয়ন পরিষদ |
প্রয়োজনীয় কাগজপত্র |
|
সেবা প্রাপ্তির শর্তাবলী |
ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার) খ. বয়স কমপক্ষে ২০-৩৫ বছর গ. পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ৮০০০ টাকার বেশি নয় এমন ঘ. দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন ঙ. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে চ. নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই ছ. ভাতাভোগী হিসেবে আবেদনের সময় অবাদনকারীকে অবশ্যই ন্যূনতম ২০-২৪ সপ্তাহের গর্ভবতী থাকতে হবে -অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন -প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন -একজন ভাতাভোগী জীবনে একবার ৩ (তিন) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন -কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ৩ (তিন) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে - আবেদন ফর্ম এ আবেদনকারীর নিজ হস্তে করা স্বাক্ষর থাকতে হবে |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
এই সেবা সুবিধা নিয়ে অভিযোগ থাকলে আপিল করা যাবে |
উপজেলা নির্বাহী অফিসার/ উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা
|
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন |
https://cutt.ly/SWzpD4H |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস