Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দরিদ্র মা'র জন্য মাতৃত্বকাল ভাতা

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিঃ  

সুবিধাভোগী এলাকা

শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন 

২০১৯-২০২০ অর্থবছরে নিবন্ধিত সর্বমোট সুবিধাভোগীর সংখ্যা

৯৬০ জন। (প্রতি ইউনিয়নে বাৎসরিক ৮০ জন)  

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

  • ইউনিয়ন কমিটি কর্তৃক মাইকিং করে নির্দিষ্ট তারিখে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিত হবার জন্য প্রচারণা চালানো হয় এবং গর্ভধারিণী মা সম্পর্কে স্থানীয়ভাবে জরিপ এবং তথ্যানুসন্ধান করা হয়।
  • স্কুল, কলেজ/মাদ্রাসার প্রধান, ইমাম, স্থানীয় কাজী এবং ইউনিয়ন ভূমি সহকারীদের নিকট হতে বয়স, বিবাহ, সন্তানসংখ্যা, মাসিক আয়, সম্পদের মালিকানাসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে নির্ধারিত ফরমে পূর্বনির্ধারিত তারিখে প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয়।
  • উপকারভোগীদের গর্ভধারণ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা/স্বাস্থ্য কর্মকর্তার নিকট হতে বিনামূল্যে সনদ সংগ্রহ করেন।
  • সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্য পরীক্ষা করে আবেদন ফরম ‘ক’ পূরণপূর্বক প্রাথমিকভাবে বাছাই করে অনাপত্তি ও সুপারিশসহ জেলা/উপজেলা কমিটিতে প্রেরণ করেন।
  • উপজেলা কমিটির আবেদনপ্রাপ্তির পর কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করে এবং চূড়ান্তভাবে নির্বাচিত ভাতাভোগীদের নিকট কার্ড বিতরণ করেন । মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর করে ৬ বার বা ৩৬ মাস ভাতা প্রদান করা হয়।

সুবিধা ভোগের সময়কাল

৩ বছর

প্রয়োজনীয় অর্থ

বিনামূল্যে

ভাতা সেবা প্রাপ্তির স্থান

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/ ইউনিয়ন পরিষদ/ ব্যাংক

প্রয়োজনীয় কাগজপত্র

  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভকালীন সনদ
  • নাগরিক সনদ/ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ/ জন্ম নিবন্ধন সনদ

সেবা প্রাপ্তির শর্তাবলী

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, মার্চ, ২০১১ অনুযায়ী বাস্তবায়ন হয়ে থাকে। সে অনুযায়ী:

ক.    প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)

খ.    বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে

গ.    মোট মাসিক আয় ১৫০০/- টাকার নিম্নে

ঘ.    দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন

ঙ.    কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে

চ.    নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই

ছ.    উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে

-বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে

-অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন

-প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন

-একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন

-কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

এই সেবা সুবিধা নিয়ে অভিযোগ থাকলে আপিল করা যাবে

উপজেলা নির্বাহী অফিসার/ উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা

 

কর্মসূচিটির বর্তমান অবস্থা

গত ২০২০-২০২১ অর্থ বছর হতে এই কর্মসূচিটি সংস্করণ ও পরিবর্ধন হয়ে বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে পরিচালিত হচ্ছে, তাই এই কর্মসূচির কার্যক্রম বর্তমানে বন্ধ।